নাহিদের আগুনঝরা বোলিংয়ে কাঁপছে পাকিস্তান


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2024

নাহিদের আগুনঝরা বোলিংয়ে কাঁপছে পাকিস্তান

সাইম আয়ুবকে ফিরিয়ে সুরটা বেধে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন নাহিদ রানা। বাংলাদেশি তরুণ পেসারের এমন আগুনঝরা বোলিংয়ে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনে সফরকারী দলটি তুলে নিয়েছে ৪ উইকেট। লাঞ্চের আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান। তাদের লিড ১২৯ রানের।

৩.৪ ওভারে ২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দলীয় ১৩ ও দিনের দশম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ। তাসকিনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করে কাভারে ফিল্ডারের হাতে ক্যাচ দেন সাইম আইয়ুব।

বাম দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে চোখ রাঙাতে শুরু করা ৩৮ রানের জুটি। ৩ চারে ৩৫ বলে ২০ রান করেন সাইম।

তাসকিনের জায়গায় আক্রমণে এসে তৃতীয় বলেই শান মাসুদকে কট বিহাইন্ড করেন নাহিদ। ৩৪ বলে ২৮ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক।

নিজের পরের ওভারে বাবর আজমকে স্লিপে ক্যাচ বানান নাহিদ। ১ চারে ১৮ বলে ১১ রান করেন বাবর।

পরের বলে ফিরতে পারতেন নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। কিন্তু বাবরের ক্যাচ নিতে পারলেও রিজওয়ানের সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান ইসলাম।

তবে নিজের পরের ওভারের শেষ বলে সাউদ শাকিলকে কট বিহাইন্ড করেন নাহিদ। ২১ ওভারে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮১ রান।

এরপর সালমান আলি আঘাকে (১৪ বলে ৭*) নিয়ে নতুন লড়াই শুরু করেন রিজওয়ান (৫৩ বলে ৩৮*)।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে লিটন দাসের শতকে বাংলাদেশ করে ২৬২ রান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]