রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেনসিডিলসহ মোঃ ইমন (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সোয়া ৮টায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আলম (২২) নামের অপর এক মাদক কারবারী পালিয়ে যায়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ইমন ও পলাতক মাদক কারবারী মোঃ আলম , তারা উভয়েই রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জনৈক মাদক কারবারীরা বাঘা থানার আলাইপুর মহাজনপাড়া এলাকায় ফেনসিডিলের বড় একটি চালান ভারতীয় সিমান্ত এলাকা থেকে এনে মওজুদ করেছে। এমন তথ্যেও ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমনকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী মোঃ আলমের বসতবাড়ীতে লুকানো অবস্থায় ১৭৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে মাদক কারবারী মোঃ আলম পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।