আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 26-08-2024

আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস

আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলন ট্র্যাজেডি দিবসের ১৮ বছর পূর্তি। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীসহ আশপাশের কয়েক উপজেলার অগণিত মানুষ। আন্দোলন চলাকালীন পুলিশ ও তৎকালীন বিডিআরের গুলিতে এক কলেজ ছাত্রসহ তিন যুবক নিহত হন। আহত হয়েছিলেন দুইশতাধিক নারী ও পুরুষ।

জাতীয় সম্পদ রক্ষা ও উন্মুক্ত খনন পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনির কয়লা উত্তোলনের ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধের দাবিতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ওইদিন বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি দেয়। ওই কর্মসূচিকে সমর্থন দিয়ে আন্দোলনে যোগ দেয় ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠন। কয়লাখনি এলাকা ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ এই চার উপজেলার কয়লাখনি বিরোধী মানুষ দলবব্ধ হয়ে সেদিন বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনাজির কার্যালয় ঘেরাও করতে যান। ফুলবাড়ী ছোট যমুনা সেতুর পূর্ব পাশে তৎকালীন পুলিশ ও বিডিআরের অতর্কিত ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মো. আমিনুল ইসলাম আমিন, মো. সালেকিন ও আবু সালেহ মো. তরিকুল ইসলাম নামের তিন যুবক নিহত হয়। এরমধ্যে আবু সালেহ মো. তরিকুল ইসলাম রাজশাহীর নিউ গর্ভমেন্ট কলেজের অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী ছিলেন। এরপরই প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য হরতালসহ অবরোধ কর্মসূচির ডাক দেয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল ফুলবাড়ী। ৩০ আগস্ট সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সাথে আন্দোলনকারীদের ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ৬ দফা সমঝোতা চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু এবং আন্দোলনকারীদের পক্ষে স্বাক্ষর করেন তেল গ্যাস জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

সমঝোতা চুক্তির আংশিক সরকার বাস্তবায়ন করলেও এখনও রয়ে গেছে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, দেশের কোথাও কোন উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বাস্তবায়ন না করার মতো বেশ কয়েকটি দফা। যেগুলো বাস্তবায়নের দাবিতে এখনও আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্ত হয়েছে আন্দোলনকারীদের নামে এশিয়া এনার্জির দায়ের করা পৃথক দুইটি মামলা।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠন, দেশপ্রেমিক শ্রমিক কৃষক ছাত্র জনতা পৃথক পৃথকভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে আছে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা এবং মসজিদ, মন্দির, গীর্জা ও পেগোডায় দোয়া এবং বিশেষ প্রার্থনা।

ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটি আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, ‘এশিয়া এনার্জি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আন্দোলনকারীদের নামে পৃথক দুইটি মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’

সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমন্বয়ক এবং ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ‘এশিয়া এনার্জি আন্দোলনকারী নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখতেই মিথ্যা মামলা দিয়েছে। এতে এশিয়া এনার্জি সফল হবে না। কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ফুলবাড়ীর মানুষ আন্দোলনকে কখনো ভয় পায়না।’

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, দিবসটিতে যাতে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]