শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরকারের পতনের পর পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা দেয়ালচিত্র বা গ্রাফিতিতে বর্ণিল হয়ে উঠেছে।
শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু ভবনের দেয়াল, সীমানা প্রাচীরে গ্রাফিতি আঁকছেন শত শত শিক্ষার্থী। তাঁরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি আঁকায়।
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ভাঙ্গুড়া উপজেলার দেয়ালগুলোর রূপও। উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, আমরা চেষ্টা করছি আমাদের আর্টের মাধ্যমে সমাজের সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলার। আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগকে স্মরণীয় করে রাখবে দেয়ালের এই গ্রাফিতি।