ভারতে বাসের ভিতর নাবালিকার গণধর্ষণের অভিযোগ!


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-08-2024

ভারতে বাসের ভিতর নাবালিকার গণধর্ষণের অভিযোগ!

আর জি কর-এ মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড ও ধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল কলকাতা থেকে কাঁথি, শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম। ক্ষোভে ফেটে পড়ছেন মানুষ। চাইছেন নির্যাতিতার 'জাস্টিস'। এই পরিস্থিতিতে যেখানে অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব জনতা, সেখানে এই প্রতিবাদের মাঝেই উঠে এল এক ভয়াবহ অভিযোগ।

উত্তরাখণ্ডের দেরাদুনে এক বাসের ভিতর এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেতেই পুলিশ সেখানে ৫ জনকে গ্রেফতার করেছে।

আর জি কর-এর ঘটনার ভয়াবহতা যেখানে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে, দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া যেন এসে পড়ল দেরাদুনে! দেরাদুনের খালি বাসে, ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দিল্লি থেকে বাসটি দেরাদুনে গিয়েছিল। বাস দেরাদুন বাসস্ট্যান্ডে থামতেই, সেখানে খালি বাসের ভিতর এক নাবালিকার গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা ১২ অগস্টের। বাসের চালক ও কনডাক্টার সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ অগস্ট ঘটনার পর পুলিশ জানতে পেরেছিল গত শনিবার বিকেলে। তারপরই তৎপরতা নিয়েছে পুলিশ। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে ওই বাসটিকে পুলিশ চিহ্নিত করে। তারপর চলে ধরপাকড়। জানা গিয়েছে, ধৃতরা হল, ধর্মেন্দ্র কুমার এবং রাজপাল, উভয়েই উত্তরাখণ্ডের হরিদ্বারের বুগাওয়ালার বাসিন্দা। এছাড়াও ধঋতরা হল, দেবেন্দ্র, সে হরিদ্বারের ভগবানপুরের বাসিন্দা, রাজেশ কুমার সোনকার, বর্তমানে সে প্যাটেল নগরের বাসিন্দা, এবং রবি কুমার, সে উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলার নবাবগঞ্জের বাসিন্দা। এদের কারোর বয়স ৫৭, কারোর ৩০ এর ওপর। সবচেয়ে কম বয়স যার, সেই ধর্মেন্দ্র কুমার ৩২ বছর বয়সী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ব্যবহৃত বাসটির চালক ছিল ধর্মেন্দ্র কুমার এবং কন্ডাক্টর ছিল দেবেন্দ্র। রবি কুমার এবং রাজপাল অন্যান্য বাসের চালক এবং সোনকার বাস স্ট্যান্ডে পোস্ট করা উত্তরাখণ্ড রোডওয়েজের একজন ক্যাশিয়ার। মূলত, এরা সকলেই পরিবহনের সঙ্গে যুক্ত। আপাতত বাস থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিম। জানা গিয়েছে, দেরাদুনের বাস টার্মিনাসে ১২ অগস্ট গভীর রাতে ওই নাবালিকা একা বসেছিলেন। তাঁর বয়স ১৬ থেকে ১৭র মধ্যের। আপাতত, দেরাদুন চাইন্ড ওয়েলফেয়ার কমিটির আওতায় বাল নিকেতন হোম-এ ওই কিশোরী রয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]