আরজি কর কাণ্ডে মোদীকে চিঠি ৭০ পদ্ম সম্মান প্রাপকদের


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2024

আরজি কর কাণ্ডে মোদীকে চিঠি ৭০ পদ্ম সম্মান প্রাপকদের

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের ঘটনায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি তুলে সরব হলেন অন্তত ৭০ জন পদ্ম সম্মান প্রাপক। রবিবার তাঁরা এই নিয়ে মোদীকে চিঠি লেখেন। সেই চিঠিতে লেখা, 'আমরা সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর যন্ত্রণার সাথে আপনাকে এই চিঠি লিখছি। আমাদের দেশের সর্বোচ্চ নেতা হিসাবে আপনার কাছে আমাদের নিবেদন, এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আপনি অবিলম্বে এবং ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করুন। এই ধরনের বর্বরতা চিকিৎসাকদের সেবার ভিত্তিকে নাড়িয়ে দেয়। বিশেষ করে যে সব নারী স্বাস্থ্যসেবা পেশার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা মোকাবিলার জরুরি প্রয়োজনে পদক্ষের করা উচিত।'

মোদীকে লেখা এই চিঠিতে স্বাক্ষর করা কয়েকজন বিশিষ্ট চিকিৎসক হলেন - ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ডঃ অশোক শেঠ, দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া, মহাজন ইমেজিংয়ের প্রতিষ্ঠাতা ডঃ হর্ষ মহাজন, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের ডিরেক্টর ডাঃ এস কে সারিন, এইমস দিল্লির এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডঃ নিখিল ট্যান্ডন এবং মেদান্ত দ্য মেডিসিটির ইনস্টিটিউট অফ ডাইজেস্টিভ অ্যান্ড হেপাটোবিলিয়ারি সায়েন্সেসের চেয়ারম্যান ডঃ রণধীর সুদ।

চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পাঁচটি দাবি তুলে ধরেছেন, এর মধ্যে রয়েছে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ, যৌন সহিংসতায় জড়িতদের কঠোর ও সময়াবদ্ধ শাস্তি, হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে সহিংসতার জন্য সম্ভাব্য কঠোরতম শাস্তি।

চিঠিতে চিকিৎসকরা বলেন, 'আমরা নিহতের পরিবারের প্রতি অবিচল সংহতি জানাচ্ছি। তাঁদের ব্যথা ও ক্ষতি অকল্পনীয়। আমরা চিকিৎসক সমাজের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন প্রসারিত করছি। তাঁর নিজেদের কাজের সময় বারংবার এই ধরনের সহিংসতার মুখোমুখি হচ্ছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্তদের সুরক্ষা এবং মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে রক্ষা করা উচিত। এই আবহে জাতির অন্যতম মর্যাদাপূর্ণ অসামরিক সম্মান প্রাপক হিসাবে, আমরা সময়োপযোগী পদক্ষেপ এবং যথাযথ পরিবর্তনের দাবি জানাচ্ছি।'

এদিকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ যখন আর জি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে, তখন লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন তিনি বলেছিলেন, 'আমাদের মা, বোন, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে দেশের আক্রোশ রয়েছে, জনমানসের আক্রোশ রয়েছে। এই আক্রোশকে আমি অনুভব করছি। এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত গোটা দেশ, সমাজ এবং আমাদের রাজ্যের সরকারগুলির।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]