রাজশাহীর বাঘা হতে ২৫০ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৭ আগস্ট) বিকাল পোনে ৫টায় বাঘা থানাধীন খায়েরহাট হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আতারপাড়া গ্রামের মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), রাজশাহী জেলার বাঘা থানাধীন আতারপাড়া গ্রামের মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোঃ মাজেদ প্রামাণিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)।
রোববার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য শনিবার আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন খায়েরহাট পূর্বপাড়া গ্রামে পদ্মা নদীর ধারে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।