কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায়, স্ত্রী মরিয়ম আকতার মিতু ও ১৩ মাস বয়সী ছেলে আলভীকে নিয়ে মোটরমাইকেলযোগে বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ইয়াছিন মিয়া। দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ সময় আহত হন ইয়াসিন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের সদস্য আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন। আহত ইয়াসিন মিয়াকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার গণমাধ্যমকে জানান, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।