ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় গত ৫ আগস্ট দূর্বৃত্তদের দ্বারা ভাংচুর ও অগ্নি সংযোগে তছনছ করে ফেলা উপজেলা আ.লীগ অফিস চত্বরে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সাইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,সহ-সভাপতি জবায়দুর রহমান, অধ্যক্ষ আজহারুল ইসলাম ও এম এ মোমিন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,
যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ এলবার্ট, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সাবেক উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক মেয়র আলমগীর সরকার, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি এবং ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, শ্রমিক লীগ সভাপতি আইয়ুব আলী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মহিলা আ.লীগ লীগ সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অনেকে।
এ ছাড়াও সভায় উপজেলা আ.লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, রফিউল ইসলাম ভিপি, অধ্যাপক আশরাফ আলী,
আল্লামা ইকবাল, আনিসুর রহমান বাকী, খোকন সরকার, বিক্রম বসাক, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র, মতিউর রহমান মতি ও আব্দুল বারী, কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, আ.লীগ নেতা শাহনেওয়াজ আলী আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাওসার কানন, যুবলীগ নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী, ছাত্রলীগ নেতা তামিম হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সম্প্রতি দেশব্যাপি আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ভাংচুর, গ্রেফতার ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং আগামী ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের স্ব-স্ব মতামত ব্যক্ত করেন এবং সেদিন উপজেলা,পৌর ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ১৫ আগস্ট পালনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। সভায় উপজেলা পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।