কর্মবিরতি শেষে ফুলবাড়ী থানার কার্যক্রম শুরু ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশ সদস্যরা


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 14-08-2024

কর্মবিরতি শেষে ফুলবাড়ী থানার কার্যক্রম শুরু  ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশ সদস্যরা

কর্মবিরতি শেষে দিনাজপুরের ফুলবাড়ীতে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছে থানা পুলিশ। এতে স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ মানুষের মাঝে। পুলিশ সদস্যরা সিক্ত হন সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল শ্রেণি ও পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায়।

কর্মবিরতি শেষে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর তিনটায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে কর্মে ফেরায় নিমতলা মোড়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল শ্রেণি ও পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। এসময় ‘পুলিশ জনতা ভাই ভাই, দুর্নীতিমুক্ত দেশ চাই’ শীর্ষক স্লোগানে মুখরিত হয় চারপাশ।

ফুল দিয়ে থানা পুলিশকে বরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল. যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব আলী, সদস্য সচিব আনোয়ারুল হকসহ বিএনপি’র বিভিন্ন শাখার নেতাকর্মী। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম বাংলাদেশ, ফুলবাড়ী সাধারণ শিক্ষার্থী, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী সত্যি একটি শান্তিপূর্ণ জায়গা। ফুলবাড়ীতে পুলিশের কোনো স্থাপনা ও অবকাঠামো বা কোনধরণের সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি। থানা পুলিশ আজ থেকে আমাদের কর্মস্থলে যোগদান করে কার্যক্রম শুরু করেছি। পুলিশ জনগণের বন্ধু ও ভাই হয়ে কাজ করবে। ফুলবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্ঠা করা হবে।

ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, এখন থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তাসহ যানমালের নিরাপত্তায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]