যতো অর্জন ছাত্রদের, গোদাগাড়ীতে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন


আলিফ হোসেন, তানোর প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 12-08-2024

যতো অর্জন ছাত্রদের, গোদাগাড়ীতে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন

যতো অর্জন ছাত্রদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্ররা। গত ১৫ বছরে রাজনৈতিক দলগুলো  যা করতে পারেনি তা করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের পতনে গোদাগাড়ী উপজেলা, পৌরসভা এবং কাঁকনহাট পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণমিছিল এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, গোদাগাড়ী- তানোর বিএনপির অভিভাবক  ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। 

জানা গেছে, গতকাল বৈকালে গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে আয়োজিত পথসভা শেষে গণমিছিল বের হয়। গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন তার বক্তবে আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসন থেকে হাসিনা সরকারের পতন ঘটিয়ে এ দেশের জনগনকে মুক্ত করেছেন ছাত্ররা। ছাত্রদের অবদান কখনো ভোলার নয়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার  হাসিনা সরকারের দুঃশাসন থেকে এই দেশের জনগনকে মুক্ত করতে ছাত্ররা ১ জুলাই থেকে ৩১ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শত শত প্রাণের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শোকের মাস জুলাই মাস।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শরিফ উদ্দিন বলেন, দেশে দুরবৃত্তরা লুটতারাজ চাঁদাবাজি শুরু করেছে। দুরবৃত্তরা যাতে লুটতারাজ চাঁদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতাকর্মীদের পাহরা দিতে হবে। দুর্বৃত্তরা যেনো সংখ্যা লঘুদের উপর কোনো প্রকার অত্যাচার  নির্যাতন না করতে পারে। আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ,লুটেরা,দুর্বৃত্ত নেতাকর্মী বিএনপি  চাই না। গোদাগাড়ী-তানোরবাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাঁদাবাজী শরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা গিয়ে লুটপাট বা চাদাঁদাবী করে তাহলে তাদেরও ধরে প্রসাষনের কাছে দিন।

মিছিল শেষে বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মহাফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন,গোদাগাড়ী-তানোরের বিএনপি এবং সহযোগী সংগঠন কয়েক হাজার নেতা ও কর্মী-সমর্থক। এর আগে সকালে  দুর্বৃত্তদের কাছ থেকে ২টি মটর সাইকেল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় জমা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]