১৪টা গ্র্যামি জয়ী টেলর সুইফটকে হারিয়ে এক নম্বরে অরিজিৎ


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 09-08-2024

১৪টা গ্র্যামি জয়ী টেলর সুইফটকে হারিয়ে এক নম্বরে অরিজিৎ

এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। তবে অরিজিৎ-এর জনপ্রিয়তা শুধু ভূ-ভারতে আটকে নেই। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বজুড়ে এখন খ্য়াতির শীর্ষে জিয়াগঞ্জের এই ছেলে। এবার অরিজিৎ এমন কারনামা করলেন যা শুনলে আপনি চমকে যাবেন!

একটা-দুটো নয়, মোট ১৪টা গ্র্যামি রয়েছে টেলর সুইফটের ঝুলিতে।

পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার মুুকুটহীন রানি তিনি। অন্যতম ধনী পপস্টারও বটে। এবার বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে ছাড়িয়ে গেলেন বাঙালি গায়ক অরিজিৎ সিংহ। কীভাবে?

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের গায়ক-গায়িকাকে'ফলো' করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে হারিয়ে গোটা বিশ্বে এক নম্বরে পৌঁছে গেলেন অরিজিৎ সিং। এই মুহূর্তে স্পটিফাই-তে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা হল ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন। অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা টেলর সুইফটকে ফলো করেন ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন।

এই তালিকায় তিন নম্বর রয়েছেন এড শেরন, তাঁর অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লক্ষর আশেপাশে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। এখনও ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি তাঁরা। বছরখানেক আগেও এই তালিকায় এক নম্বরে ছিলেন এড শেরন। গত বছর অগস্ট মাসে স্পটিফাইতে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশেপাশে। মাত্র একবছরে অরিজিৎ-এর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎ-কে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেলর সুইফট। তবে মাত্র ৬ মাসের মধ্যেই হার শিকার করলেন গায়িকা।

জগত জোড়া খ্যাতি অরিজিৎ সিং-এর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা, সেখানে গ্রামের স্কুলেই পড়াশোনা। বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙাগড়ার তার জুড়ে আছে অরিজিতের সুরে। তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন গায়ক। স্কুলের গণ্ডি পার করার আগেই ফেম গুরুকুল নামের এক রিয়ালিটি শো-তে যোগ দেন অরিজিৎ। ফাইনালিস্টও হতে পারেননি তিনি। লম্বা সময় মুম্বইয়ে প্রীতম-এর অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন। শান দিয়েছেন নিজের প্রতিভাকে। আশিকি ২ ছবির 'তুম হি হো' গান বদলে দেয় অরিজিৎ-এর ভাগ্য। আর পিছনে তাকাতে হয়নি।

অগস্ট মাসে নিজের সমস্ত কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ, কারণ হিসাবে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা। তবে কী হয়েছে তাঁর? খোলসা করেননি তিনি। দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফিরুন তিনি, প্রার্থনা সকলের।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]