কারো হাতে ঝাড়ু, আবার কারো হাতে বেলচা। কেউ ধরেছেন বস্তা, আবার কেউ তাতে ভরছেন ময়লা। এভাবেই পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান যৌথভাবে পরিচালনা করেন দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ শাখা বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্টের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ওই তিনটি ইউনিটের শিক্ষার্থী সদস্যরা উদ্যোগ নিয়ে ফুলবাড়ী সরকারি কলেজ, উপজেলা পরিষদ, থানা চত্বরসহ পৌরএলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশগ্রহণকারী ফুলবাড়ী সরকারি কলেজ শাখা বিএনসিসি’র সদস্য মোনতাসির, রোভার স্কাউটসের উপজেলা প্রতিনিধি রাব্বি হাসান, মোরসালিন, হাসনাত জাহান, রেডক্রিসেন্টের সদস্য জাহিদ হাসান, রোমা আক্তার বলেন, শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি এবং তাতে সফল হয়েছি। এই আন্দোলনে সারাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটে এবং তাতে আমাদের আশপাশ অপরিচ্ছন্ন হয়ে পড়ে। তাই সারাদেশে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচির আওতায় ফুলবাড়ীতেও বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্টের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ দেশ আমাদের এ দেশ নিয়ে ভাবনা আমাদের সবার। তাই আসুন সকলে মিলে পরিস্কার-পরিচ্ছন্ন ও সহিংসতামুক্ত দেশ গড়ি।