রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দিনগত রাত দেড় টায় গোদাগাড়ী থানাধীন ফুলবাড়ী এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১১২ কেজি গাঁজা, ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ মোশারফ হোসেন (৩৮), গোদাগাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও মোঃ শরিফ (২৭), সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শুক্রবার গভীর রাতে র্যাব-৫, এর সদস্যরা জানতে পারেন, কুমিল্লা জেলা হতে কাকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানের আড়ালে গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় বর্নীত কাভার্ড ভ্যানটি চেক পোষ্টের সামনে আসলে সংকেত দিয়ে থামিয়ে মাদক কারবারী মোঃ শরিফ গ্রেফতার করে এবং কাভার্ডটি ভ্যান জব্দ করে। তবে কাভার্ড ভ্যানে তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে করা হয়। পরে সে জানায় তার অপর সহযোগী মূলহোতা মোশারফ হোসেনের বসতবাড়ীতে গাঁজা আনলোড করে রেখে কুমিল্লায় চলে যাচ্ছিল।
তার দেওয়া তথ্যমতে মাদক কারবারী মোশারফ হোসেনের বসতবাড়ীতে পৌছে তাকে আটক করা হয় এবং বসতবাড়ী তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই মাদককারবারী স্বিকার করে বলে, তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহী-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।