বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানে ৩০! ৪৪ বছরের রেকর্ড ভাঙল লাহোরে


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 02-08-2024

বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানে ৩০! ৪৪ বছরের রেকর্ড ভাঙল লাহোরে

ভারী বৃষ্টি ও  প্রাকৃতিক দুর্যোগের কবলে পাকিস্তান। প্রবল বর্ষণে প্লাবিত একাধিক প্রদেশ। লাগাতার বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। লাহোরে ভেঙেছে ৪৪ বছরের বৃষ্টির রেকর্ড।

বর্ষার মরশুম শুরু হতেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বন্যা, ভূমিধস দেখা দিয়েছে। ঘটছে প্রাণহানি। রয়টার্স সূত্রে খবর, শুক্রবার পাক সরকারের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জায়গা প্রবল বর্ষণে বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে লাহোরে চার দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের। এর মধ্যে গত তিনদিনে খাইবার পাখতুনখোয়াতেই প্রাণ গিয়েছে প্রায় ২৪ জনের। যার মধ্যে ১২টি শিশুও রয়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। সাধারণ মানুষের সহায়তার জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। 

জানা গেছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে ৬ জনের। সেখানে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণের এলাকাগুলোতে হড়পা বানের আশঙ্কা রয়েছে। দেশের উত্তরদিকে বন্যায় বহু বাড়ি তলিয়ে গিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। বিপন্ন জনজীবন। কোনও কোনও এলাকায় এবার তড়িতাহিত হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের সাবধান করা হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ভয়াবহ বৃষ্টিতে প্লাবিত হয়েছিল পাকিস্তানের একাংশ। দুদিনের প্রাণ হারিয়েছিলেন ৩৭ জন। তাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। বন্যা পরিস্থিতির কবলে পড়েছিল পাক অধিকৃত কাশ্মীরের একাংশও। প্রসঙ্গত, ২০২২ সালেও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাকিস্তান। অন্তত ১৮০০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হন অন্তত ৩ কোটি মানুষ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]