রাসেল ভাইপার থেকে কৃষকদের বাঁচাতে এমপির পদক্ষেপ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 02-08-2024

রাসেল ভাইপার থেকে কৃষকদের বাঁচাতে এমপির পদক্ষেপ

বাঘায় পদ্মার চরে রাসেল ভাইপার কামড় থেকে কৃষকদের বাঁচতে এক হাজার পিস গামবুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে এ গামবুট বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলার পদ্মার চরে বেশ কিছু থেকে রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে যুগান্তরসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেন। অনেকে প্রচার করছেন বিষাক্ত সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের বাঁচাতে গামবুট বিতরণ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে ১ হাজার পিস গামবুটের মধ্যে চকরাজাপুর ইউনিয়নে ৪০০ পিস বিতরণ করা হয়। পরে গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, ইউসুফপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে ৬০০ গামবুট পৌঁছে দেওয়া হয়। 

চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে শাহরিয়ার আলম এমপি বলেন, রাসেল ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে।  ফলে সহসা এ সাপ বৃদ্ধি পায়। সাপ তো সব সময় নিচে কামড় দেয়। চরের কৃষকদের মধ্যে গামবুট বিতরণ দেওয়া হলে তারা সাপের কামড় থেকে রক্ষা পাবে। 

চকরাজাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় মধ্যে বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]