বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল-সহ মাদক কারবারী ফজর আলী গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 01-08-2024

বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল-সহ মাদক কারবারী ফজর আলী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল-সহ মোঃ ফজর আলী (৩০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১লা আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় গোকুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার দুইজন সহযোগী খবির দেওয়ান ও কবির দেওয়ান পালিয়ে যায়।

গ্রেফতার মোঃ ফজর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার গ্রামের মোঃ নোমান ব্যাপারীর ছেলে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, রাজশাহীর বাঘা থানাধীন পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় গোকুলপুর গ্রামে ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জনৈক মাদক কারবারীরা। এমন সংবাদের ভিত্তিতে বর্নীত স্থানে অভিযান চালিয়ে ২৬০ বোতল ফেন্সিডিল-সহ মাদক কারবারী মোঃ ফজর আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের ওসি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল করিম ও সঙ্গীয় ফোর্স। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারী মোঃ খবির দেওয়ান ও কবির দেওয়ান, (আপন দুই ভাই), তারা বাঘা থানার বাংলাবাজার গ্রামের মোঃ হাবু দেওয়ানের ছেলে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]