২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কাদের?


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 30-07-2024

২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কাদের?

বর্তমান জগতে মুশকিল আসানের আরেক নাম গুগল। যেখানেই হোঁচট, সেখানেই ত্রাতার ভূমিকায় গুগল সার্চ ইঞ্জিন। আর ঘটনা বহুল চলতি বছরে বার বারই এই সার্চ ইঞ্জিনের শরণাপন্ন হয়েছে আমজনতা। ২০২৩ সালে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি সার্চ করা হল? কোন সেলেবদের নিয়েই বা কৌতূহল ছিল তুঙ্গে? কোন কোন শব্দের মানে জানার আগ্রহ ছিল সবচেয়ে বেশি? বছরশেষে প্রকাশ্যে এল সেই তথ্য 

এ নিবন্ধে, আমরা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তিদের ‘গুগল ইয়ার ইন সার্চ ২০২৩’ তালিকাটি দেখব। তালিকার শীর্ষে রয়েছে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) খেলোয়াড় ডামার হ্যামলিন, এরপর হলিউড অভিনেতা জেরেমি রেনার। তিনে রয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট। চারে ফরাসি ফুটবল তারকা এবং ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে। পাঁচে রয়েছেন আরেক এনএফএল ট্রাভিস কেলস। টেলর সুইফটের সাথে ডেটিং শুরু করার পর কেলস ২০২৩ সালে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছে।

 

এরপরে যথাক্রমে রয়েছেন, আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা, মার্কিন বংশোদ্ভূত কানাডিয়ান ইন্টারনেট ব্যক্তিত্ব এবং সঙ্গীতশিল্পী লিল টে, মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসন যিনি ২০০৩ সালে দুই নারীকে ধর্ষণের জন্য ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন। নয় নম্বরে রয়েছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং দশে রয়েছেন চিলি এবং মার্কিন অভিনেতা পেড্রো পাসকাল।

এদিকে, অভিনেতাদের পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চ শীর্ষে ছিলেন কিয়ারা আদভানি। তার পরই রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপ-সহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন ভারতীয় ওপেনার। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে তরুণ তারকাকে নিয়ে। এদিকে যে সিনেমাগুলি গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার প্রথম তিনেই রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এই তালিকায় দশম স্থানে রয়েছে ‘পাঠান’। এছাড়াও গদর ২, টাইগার ৩, দ্য কেরালা স্টোরির মতো ভারতীয় ছবিগুলি নিয়ে ছিল বিশেষ কৌতূহল।

 চলতি বছর ইসরাইল-গাজা সংঘর্ষ নিয়েও প্রচুর প্রশ্ন জেগেছে আমজনতার মনে। যার উত্তর পেতে দেদার গুগল সার্চ করা হয়েছে। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, লিওনেল মেসি, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান ৩, চ্যাটজিপিটির মতো বিষয়গুলি বেশি পরিমাণ সার্চ করা হয়েছে গুগল


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]