রাজশাহীর পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের মরদেহ পাবনায় উদ্ধার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 29-07-2024

রাজশাহীর পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের মরদেহ পাবনায় উদ্ধার

অবশেষে ৭দিন পর রাজশাহী মহানগীর পদ্মায় ডুবে নিখোঁজ আবিরের মরদেহ পাবনায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তার মরদেহ পাবনা সুজানগরের স্বাথ্য কমপ্লেক্সে রাখা আছে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম।

নিখোঁজ আবির হোসেন মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর পানির ট্যাংকি এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। পেশায় আবির একজন কম্পিউটার অপারেটর।

উল্লেখ্য, (২২ জুলাই) দুপুর দেড়টায় ৬/৭জন বন্ধুদের সাথে শহীদ মিনার মাঠে ফুটবল খেলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো আবির হোসেন। ওই সময় তার এক বন্ধু পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে আবির। তবে নদীর স্্েরাতে সে নিজেই পদ্মার পানিতে ডুবে যায়। 

ওইদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে নেমে নিখোঁজ আবিরকে উদ্ধারকে চেষ্টা করছেন। ওই সময় আবিরের স্বজনরা, (রাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর) আলিফ আল মাহমুদ লুকেন-সহ প্রায় ১হাজার স্থানীয়রা নদীর পাড়ে জড়ো হয়। পরে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় ডুবুরিরা। পরেরদিনও একই ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয় ডুবুরিরা। 

এ নিয়ে গত শনিবার ও সোমবার রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় “মহানগরীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ আবির হোসেনের খোঁজ মেলেনি আজও” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]