স্লোগান দেওয়া ৩ শিক্ষার্থীকে নেওয়া হয়েছে পল্টন থানায়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-07-2024

স্লোগান দেওয়া ৩ শিক্ষার্থীকে নেওয়া হয়েছে পল্টন থানায়

রাজধানীর পল্টনে বিক্ষোভকালে তিন শিক্ষার্থীকে ধরে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে তারা গ্রেপ্তার নাকি আটক এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি পুলিশ।

সোমবার (২৯ জুলাই) পল্টন মোড়ে বিক্ষোভকালে তাদের হেফাজতে নেয় পুলিশ।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই আনিসুল বলেন, পল্টন মোড় থেকে তিনজনকে এনে থানায় রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় লিখে রাখতে বলা হয়েছে। তবে আটক কিংবা গ্রেপ্তারের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, তাদের এক সহ-সমন্বয়কারীসহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন মোড়ে ৬-৭ জন আন্দোলনকারী অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা ৯ দফা দাবি মেনে নেওয়া, ছাত্র হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবি জানান। এসময় পল্টন মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ২০-২৫ জন সদস্য এসে তিনজনকে ধরে নিয়ে যায়।

পুলিশের ধরে নেওয়া তিনজনের মধ্যে রয়েছেন মেজবাহ ও রাফি নামের দুজন। অপর একজনের নাম জানা যায়নি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]