রাজশাহীর বাঘা হতে ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঘা থানাধীন রুস্তমপুর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল (২৫) ও মোঃ মকিমের ছেলে মোঃ সেলিম রেজা (২৬)।
বুধবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন ২ জন অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র নিয়ে মোটর সাইকেলে করে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মাটরসাইকেল, ২টি মোবাইল ও ২টি সীম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।