চলবিল বৃক্ষরোপণ উৎসবে ১লক্ষ চারা বিতরণ করলেন কনিকা


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-07-2024

চলবিল বৃক্ষরোপণ উৎসবে ১লক্ষ চারা বিতরণ করলেন কনিকা

‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে  বিনামুল্যে ১ লক্ষ গাছের চারা বিতরণ কাজের উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা। 

বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোকিত সমাজের উদ্যোগে ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায়  সোমবার বেলা ১১টায় উপজেলা সরকারী গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয় চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪। 

মাসব্যাপি এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীও প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাঝে ৪০ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি।  বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই,আমলকি,তেঁতুল,বহেরা,নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবিলেবু, কড়ইসহ বিভিন্ ফলজ,বনজ ও ঔষধি গাছ। 

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি জাকারিয়া মাসউদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্তিত ছিলেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]