গোদাগাড়ীতে ক্লুলেস হত্যা” মামলার পলাতক আসামি ফেলু গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 12-07-2024

গোদাগাড়ীতে ক্লুলেস হত্যা” মামলার পলাতক আসামি ফেলু গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ক্লুলেস হত্যা” মামলার পলাতক আসামি মোঃ মুরাদ হোসেন ওরফে ফেলুকে (৩২), গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় গোদাগাড়ী থানাধীন অভয়বাজার কামারপাড়া এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মুরাদ হোসেন ওরফে ফেলু (৩২), সে রাজশাহীর তানোর থানার লালপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ২০ ফেব্রæয়ারী ২০২৪ রাত সোয়া ১১টায় গ্রেফতার আসামী-সহ অপর আসামীগন তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য একত্রিত হয়। সেখানেই নিহত মোঃ জিয়ারুল ইসলামকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়।

পরবর্তীতে গ্রেফতার আসামীসহ অপর আসামীগন নিহত মোঃ জিয়ারুলকে মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ীর দিকে যেতে দেখতে পেয়ে পিছন থেকে চলন্ত অবস্থায় মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়। তখন অন্যান্য আসামী রড দিয়ে প্রায় ০২-০৩ মিনিট ধরে আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সহিত জড়িত অপর আসামী মোঃ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেফতার করে। ওই আসামী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডে গ্রেফতার আসামী মোঃ মুরাদ হোসেন ফেলু-সহ আরো কয়েকজন আসামীর নাম বেরিয়ে আসে। তখন থেকেই আসামী ফেলু পলাতক ছিল।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গত (২৭ জুন ২০২৪) মোঃ ইকবাল হোসেনকে র‌্যাব গ্রেফতার করেছিল এবং বাকী অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। 

অবশেষে অদ্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী থানাধীন অভয়বাজার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী ফেলুকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবেবলেও জানায় র‌্যাব।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]