চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোড়বোনা এলাকার একটি কবরস্থানের মাটির অভ্যন্তরে জেলা ডিবি ও শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া ৩৮টি ককটেল নিস্ক্রিয় করেছে আরএমপি'র বোম ডিসপোজাল টিম। এছাড়াও বিস্ফোরক অনুসন্ধানকালে চাইনিজ কুড়াল, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, (২৭ জুন ২০২৪) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি কলেজ মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগী শিক্ষক মতিন আলীকে গুলি করে হত্যা করা হয় । এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
শিবগঞ্জ থানা পুলিশ সোমবার এ মামলার এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেখানে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন, আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার এক কবরস্থানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ সেই কবরস্থানটি ঘিরে রাখে এবং আরএমপি'র বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেয়।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে আরএমপি'র সিটিটিসি বিভাগের উপ-পুলিশ কমিশনার সরকার ওমর ফারুক-এর সার্বিক তত্ত¡বধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর দিকনির্দেশনায় এসআই মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় যায়।
এরপর আরএমপি'র বোম ডিসপোজাল টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোরবনা পশ্চিমপাড়া কবরস্থানের অভ্যন্তরে মাটির ভিতর থেকে ৩৮টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে সকাল ১০টা হতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দীর্ঘ সময় আরএমপির সিটিটিসি বিভাগের প্রশিক্ষিত ও দক্ষ বোম ডিসপোজাল টিম অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিস্ফোরকসমূহ নিস্ক্রিয় ও ধ্বংস করে এবং অন্যান্য আলামত শিবগঞ্জ থানা পুলিশকে প্রদান করে।