ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-07-2024

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১১

ভারি বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছেই ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪৫ জন বলেই জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। রবিবার গোরোন্তালো প্রদেশের দুর্গ্ম বোলানগো জেলায় ভূমিধসের এই ঘটনা ঘটে। খনির কাছে শ্রমিকরা থাকতেন।

আঞ্চলিক উদ্ধার সংস্থা বাসারনাসের প্রধান হেরিয়ান্তো সোমবার জানিয়েছেন, ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছে।

তিনি জানান, ১৬৪ জন মিলে নিখোঁজদের । জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মীরা রয়েছেন সেখানে। ভূমিধসের ঘটনাস্থলে যেতে উদ্ধারকারীদের প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে।

হেরিয়ান্তো আরও বলেন, খনির একটি গর্তে ৭৯ জন সোনার জন্য খনন করছিলেন। তখনই ধসে নামে। উদ্ধারকারীরা ২৩ জনকে জীবন্ত উদ্ধার করতে পেরছেন। যদিও এর মধ্যে ছ' জন আহত ১১টি দেহ উদ্ধার করা হয়েছে। ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, শনিবার থেকে মরশুমি বৃষ্টি চলছে। একটি বাঁধ ভেঙে গেছে। বোনে বোলানগোয় পাঁচটি গ্রামে তিন মিটার জলের নিচে। প্রায় ৩০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]