ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু'জনের মৃত্যু


হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 07-07-2024

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু'জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রোববার (৭ জুলাই) সাপের কামড়ে শাহারা বানু (৪০) ও সুভাত্রা রাণী (৯) দু'জন মারা গেছেন।শাহারা বানু উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া নিটাল ডোবা গ্রামের মো.জয়নালের স্ত্রী এবং সুভাত্রা রাণী ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে , শনিবার রাতে বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ সাপের কামড়ে আক্রান্ত হন শাহারা বেগম। সে রাতেই তাকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রাকে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় সুভাত্রা তার মাকে জানায় কী যেন তাকে কামড় দিয়েছে? পরে তার মা দেখে একটি সাপ ঘর থেকে বেড়িয়ে যাচ্ছে। তবে সেটি কোন সাপ বলতে পারেননি। সুভাত্রাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থা অবনতি হলে সে মারা যায়। সুভাত্রা চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ইতোমধ্যে রাসেলস ভাইপার সাপ নিয়ে সারাদেশে বিরাজ করছে আতঙ্ক। এমন সময়ে এ উপজেলায় সাপের কামড়ে দুই জন মারা গেছেন। তবে তাদের কোন সাপ দংশন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেশ বিরাজ করছে। 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালেও পর্যাপ্ত এন্টিভেনম ইনজেকশন নেই। তাই সবাইকে সচেতন হবার আহবান তিনি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির মৃত্যু দুটির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপের কামড়ে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলের দুই জায়গায় পুলিশ পাঠানো হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]