সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার পরামর্শ দিয়ে বিতর্কে , সামান্থা


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 06-07-2024

সোশ্যাল মিডিয়ায়  চিকিৎসার পরামর্শ দিয়ে বিতর্কে , সামান্থা

সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে বিষয়টি এতটা যে জটিল হয়ে যাবে তা আন্দাজও করতে পারেননি দক্ষিণী অভিনেত্রী। এই নিয়ে এবার রীতিমতো বিপাকে পড়েছেন সামান্থা। এক চিকিৎসকের দাবি, সামান্থা যে চিকিৎসার কথা বলেছেন, তা একেবারেই ভুল, তাঁর শাস্তি হওয়া উচিত।

সম্প্রতি ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজেশন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় নেবুলাইজার মাস্ক পরে ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন,  "এই চিকিৎসা খুব ভালো কাজ দেবে।"

সিরিয়াক অ্যাবি ফিলিপস নামে এক চিকিৎসকের সামান্থার পোস্টটি নজরে আসে। অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি লেখেন, “নিজে ডাক্তার না হয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। জনগণকে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য তাঁর শুধু জরিমানা নয়, জেলেও যাওয়া উচিত।

ডাক্তারের এই পোস্টের পর উত্তরও দিয়েছেন সামান্থা। তিনি লেখেন, ”অনেক রকম ওষুধ খেয়েছি। যা যা করতে বলা হয়েছিল, সবই করেছি। তারপর এই চিকিৎসাই কাজে দিয়েছে। তাই পরামর্শ দিয়েছি।” কড়া ভাষায় সামান্থা আরও লিখেছেন, 'আমি এতটা নির্বোধ নই যে কোনও চিকিৎসার পক্ষে না জেনে কথা বলব। আমি যে পরামর্শ দিয়েছিলাম তার পিছনে আমার উদ্দেশ্যও খুব পরিস্কার ছিল। আমি গত কয়েক বছরে অনেক কষ্ট পেয়েছি এবং শিখেছি। একজন ভালো ডাক্তার নিজেই আমাকে এই চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। 

অভিনেত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক এখানেই শেষ নয়, পাল্টা জবাব দিয়েছেন চিকিৎসকও। অভিনেত্রীকেও স্পষ্ট তিনি জানিয়েছেন, চিকিৎসক না হয়েও তাঁর এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলা উচিত হয়নি।

কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ, প্রায়ই বিনোদনের শিরোনামে উঠে আসেন সামান্থা রুথ প্রভু। তাঁকে নিয়ে চর্চার বিষয়ে খামতি হয় না। তবে এবার সমাজ মাধ্যমে আরেক ঝামেলায় জড়ালেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ চুপচাপ শুনে নেওয়ার পাত্রী যে তিনি নন, তা বেশ স্পষ্ট বোঝা গিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]