খুলনায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১ জুলাই) দুপুরে খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর করার নির্দেশ দেন।
আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।
জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।