রাসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 01-07-2024

রাসিকের  বিভাগীয় ও শাখা প্রধানগণের  সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরবাসীর সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নগরবাসীর কল্যাণে কাজ করতে হবে। যার যার দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। কোন অবস্থাতেই দায়িত্বে অবহেলা করা যাবে না।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এ অঞ্চলে কর্মসংস্থানের জন্য সুযোগ কম। সরকারি কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া এ অঞ্চলে তেমন ভারি শিল্প-কারখানা গড়ে না উঠেনি। হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন ভাবে রাজস্ব হয় করা হয়। যা দিয়ে কর্পোরেশনের সকল ব্যয় নির্বাহ করা হয়।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এ.বি.এম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সরকারি সময়সূচি অনুযায়ী অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ, মার্জিত পোষাক পরিধান, পরিচয় পত্র প্রদর্শন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাসিকের সচিব মোবারক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, সিস্টেম এনালিস্ট বিপ্লব চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) শ্রী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তারিকুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু,  উপ-সচিব মোঃ তৈমুর হোসেন, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, অডিটর মোঃ সাখাওয়াৎ উল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মহিউদ্দীন, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাসার মোঃ তাজউদ্দীন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সংযুক্ত কর্মকর্তা আজমীর আহম্মদ, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেনের সুপারভাইজার শরিফুল ইসলাম, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]