অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন


হুমায়ুন কবির,ঠাকুরগাঁও: , আপডেট করা হয়েছে : 01-07-2024

অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অসহনীয় লোডশেডিং ও পল্লী বিদ্যুতের ভেলকিবাজির প্রতিবাদে লোডশেডিং থেকে রেহাই পাওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাবাসির ব্যানারে সোমবার (১ জুলাই) সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রায় ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম,উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদক নুরনবী রানা,পল্লী বিদ্যুতের প্রাহক সরকার আলমগীর,কলেজ শিক্ষার্থী মো: শাহিনসহ অনেকে। 

মানববন্ধনে বত্তারা অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন। 

প্রসঙ্গত: বর্তমানে পীরগঞ্জ উপজেলার গ্রাম-গঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। দূর্বিষহ জীবন যাপন করছে ছাত্র,শিশু বয়স্করাসহ সকল শ্রণি পেশার মানুষ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]