ভারতের ৬ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-07-2024

ভারতের ৬ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির

১৩ বছর পর বিশ্বজয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়েই দাপট ছিল রোহিতদের। তারই প্রমাণ পাওয়া গেল আইসিসির বেছে নেওয়া টুর্নামেন্টের সেরা একাদশে।

সেই তালিকায় আছেন ভারতের ৬ জন ক্রিকেটার। কিন্তু বাদ পড়েছেন বিরাট কোহলি।

সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের যে সেরা একাদশ বেছেছে আইসিসি, সেখানে রয়েছেন ভারতের রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ আর অর্শদীপ সিং। শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতের অধিনায়ক। তিনটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন, ৩৬.৭১ গড় নিয়ে তাঁর রান ২৫৭। স্ট্রাইক রেট ১৫৬.৭।

সূর্যকুমার যাদবও গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে তাঁর রানসংখ্যা ১৯৯। ফাইনালে ম্যাচ ঘোরানো ক্যাচও নিয়েছেন। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও রয়েছেন দলে। ১৪৪ রানের পাশাপাশি তাঁর নামে রয়েছে ১১টি উইকেট। আরও এক ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল পেয়েছেন ৯টি উইকেট। তাঁর রানসংখ্যা ৯২।

দুই ভারতীয় জোরে বোলারের নামও রয়েছে তালিকায়। জশপ্রীত বুমরাহর শিকার ১৫ জন ব্যাটার। ইকোনমি মাত্র ৪.১৭। বেস্ট বোলিং ৭ রান দিয়ে তিন উইকেট। আরও তারকা অর্শদীপ সিং ১৭টি উইকেট তুলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যুগ্মস্থানে। তবে এই দলে স্থান হয়নি ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলির। শেষ ম্যাচে ৭৬ রান করলেও গোটা টুর্নামেন্ট সেভাবে ভালো কাটেনি তাঁর।

সেরা একাদশের বাকি প্লেয়াররা হলেন রহমানউল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, রাশিদ খান, ফজলহক ফারুকি। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন আনরিখ নখিয়া।

বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, রহমানউল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রাশিদ খান, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, ফজলহক ফারুকি।

দ্বাদশ ব্যক্তি: আনরিখ নখিয়া।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]