কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাপ্পি গ্রেফতার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 28-06-2024

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাপ্পি গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান বাপ্পিকে দীর্ঘ ১২বছর পর কুমিল্লার কোতোয়ালি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার মামলা নং-১২, তারিখ: ১২ জুলাই ২০১২, ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আসাদুজ্জামান বাপ্পি কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢুলিপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে আসামি আসাদুজ্জামান বাপ্পি (৩৫), পিতা-শফিকুর রহমান মাষ্টার, সাং-কাটাবিল, চকবাজার, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লাকে আটক করে।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন কারাদন্ড এবং ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে গত (৪ জুলাই ২০১২) ৫৪০ বোতল ফেন্সিডিল-সহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হয়ে আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১২ বছর কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল বরে স্বিকার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কোতোয়ালি মডেল থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]