চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি খায়রুল বাশার সুমনকে পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মামলা নং-১৭(১১)১৫, জিআর-২৫৯/১৫, ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ও ১৯(১) ও ৯ (খ) ধারায় ৫ বছর ও ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খায়রুল বাশার সুমন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল (২৫ জুন) ১২টায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি খায়রুল বাশার সুমন (৪০), পিতা-মৃত হাফিজ আহম্মেদ, সাং-পশ্চিম গহিরা খন্দকার বাড়ী, রাউজান পৌরসভা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে আটক করে।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। বর্ণিত মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ার বিষয়টিও স্বীকার করে। সে জানায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে দীর্ঘ ৯ বছর যাবৎ সে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।