রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল বিভাগকে স্মার্ট বাংলাদেশের উপযোগী সেবা প্রদান করতে হবে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটি এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আহবান জানান।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আলী হোসেন, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী, সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট মো. খায়রুল ইসলাম, জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, পুরকৌশল বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থী মুত্তাকি আক্তার মোহনা এবং ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০ সিরিজের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন আহসান।
সভায় বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও এপিএ সংক্রান্ত বিভিন্ন কমিটির কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।