রাজশাহী মহানগরীতে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত ৩জন আসামী-সহ মোট ৮টি ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (২৩ জুন) দিনগত রাত পৌনে ১টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সপুরা গৌরস্থান এলাকায় অভিযান চালিয়ে দায়রা-২৮৬০/১৯, সিআর-২৯৬/১৯ (পুঠিয়া), (সাজা- ১বছর), দায়রা -২১৮৮/১৯, (পুঠিয়া), (সাজা-৬ মাস), দায়রা -৮৮৯/২০, সিআর-৩৮৮/১৯ (পুঠিয়া), (সাজা-৩ মাস), দায়রা-৬৬২/২২, সিআর-৩৬৭/২১ (দূর্গাপুর), সিআর-৫৫২ সি/২২(পুঠিয়া), দায়রা-৬৬২/২২, সিআর-৩৬৭/২১ (দূর্গাপুর), সিআর-৫১০/১৯ (পুঠিয়া, দায়রা-৮৮৯/২০(পুঠিয়া), ধারা-এন আই এ্যাক্ট-১৩৮ এর পলাতক আসামী মোঃ মাসুদ রানা (৪৫), পিতা: মোঃ কাতেব মোল্লা, সাং: তেঁতুলিয়া, থানা-পুঠিয়া, রাজশাহীকে গ্রেফতার করে ।
গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর হইতে গ্রেফতার এড়াতে দির্ঘদিন যাবৎ মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় আত্মগোপন করে ছিল ।
সোমবার (২৪ জুন) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, রাবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানাধীন সপুরা গৌরস্থানেএরঅকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামীরা তাদের গ্রেফতারী পরোয়ানা রয়েছে মর্মে স্বীকার করেছে।
সোমবার সকালে আসামীদের পুঠিয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে ।