বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, রাজশাহীর ৮১ জন বিশিষ্ট পেশাজীবীর বিবৃতি


ইফতেখার মাসুদ : , আপডেট করা হয়েছে : 23-06-2024

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, রাজশাহীর ৮১ জন বিশিষ্ট পেশাজীবীর বিবৃতি

“রাজশাহীর ৮১ জন বিশিষ্ট পেশাজীবীর বিবৃতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং বিদেশে চিকিৎসার দাবী”

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহীর ৮১জন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এক যুক্তবিবৃতিতে পেশাজীবীগণ বলেন, মিথ্যা-বানোয়াট মামলায় বর্তমান প্রতিহিংসাপরায়ণ আওয়ামী সরকারের হয়রানির শিকার হয়ে বেগম জিয়া দীর্ঘদিন ধরে বন্দী জীবন যাপন করার ফলে তিনি নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হয়েছেন যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁেছছে । পেশাজীবী নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই ঝুঁকিপূর্ণ’ বলে ইতিমধ্যে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন। ৭৮ বছর বয়সী বেগম জিয়ার মেডিকেল টিম জানিয়েছে, তাঁর বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতিমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাঁকে চিকিৎসা দেয়ার মতো কিছু বাকি নেই। কেননা, তাঁর চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেসব দেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে ‘অ্যাডভান্সড সেন্টার’ এ নিয়ে চিকিৎসা দেয়া জরুরি। কিন্তু সরকার এতে কোনরূপ কর্ণপাত করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানাচ্ছি।

সরকারকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে গণতান্ত্রিক পথে চলার পরামর্শ দিয়ে পেশাজীবীদের বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে সরকার সম্পূর্ণরুপে দায়ী থাকবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী পেশাজীবীগণের মধ্যে রয়েছেন, রাজশাহী বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এডভোকেট মো. আবুল কাসেম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুুষ্টিয়ার সাবেক ভিসি প্রফেসর এম রফিকুল ইসলাম, শত নাগরিক রাজশাহীর সভাপতি প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, রাবি সাদা দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) এবং রাবি জিয়া পরিষদ সভাপতি  প্রফেসর ড. মোহা. এনামুল হক, ড্যাব এর রাজশাহী সভাপতি ডা. ওয়াসিম হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর সভাপতি এড. মাইনুল আহসান পান্না, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আমীরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রুয়েট এর সভাপতি প্রফেসর ড.এস এম আব্দুর রাজ্জাক, রাবি শিক্ষক ও শত নাগরিক রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো. আব্দুল আউয়াল, রাবি বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ এর ডীন প্রফেসর ড. মো. গোলাম মোর্ত্তুজা, রাজশাহী বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এড. মো. জমসেদ আলী, সাংবাদিক রেজাউল করিম রাজু, সাংবাদিক মো. আব্দুস সবুর, রাবি বিজ্ঞান অনুষদ এর সাবেক ডীন প্রফেসর ড. মো. সাহেদ জামান, রাবি শিক্ষক প্রফেসর ড. মামুনুর রশীদ, রাবি চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. প্রফেসর ড. মোহাম্মদ আলী, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ টি জাহেদী, উপাধ্যক্ষ মো. মকবুল হোসেন, রাবি শিক্ষক প্রফেসর ড. দিল আরা হোসেন, ডা. মো. মোফাখখারুল ইসলাম, রাবি ভেটিরিনারি এ- এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. কে এম মোজাফফর হোসেইন, রাবি ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ম-ল, এড. মো. নূর-এ-কামরুজ্জামান ইরান, এড. নূসরাত মেহেজেবীন সুমি, প্রকৌশলী  মো. আহসান হাবীব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নতুন প্রভাত এর সম্পাদক সোহেল মাহবুব, এড. মো: শাহজাহান আলী ফাহিম, ডা. মো. শামীম হোসেন চৌধুরী, রুয়েট প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার, সাংবাদিক নেতা মহিব্বুল আরেফিন ও মো. মঈন উদ্দীন , রাবি প্রফেসর ড. মো. হাবিবুল ইসলাম, সাংবাদিক মো. ওমর ফারুক প্রমূখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]