নাটোরে পদ্মার চরে দেখা মিলল রাসেল'স ভাইপার


মোঃ তুষার ইমরান (লালপুর) নাটোর: , আপডেট করা হয়েছে : 22-06-2024

নাটোরে পদ্মার চরে দেখা মিলল রাসেল'স ভাইপার

নাটোরের লালপুরে পদ্মার চরে বাদামের জমিতে দেখা মিলল চারটি বিষধর রাসেল ভাইপার সাপ। এসময় একটি মাসহ চারটি বাচ্চ রাসেল'স ভাইপার সাপ পিটিয়ে হত্যা করে কৃষকরা।

শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে বাদামের জমিতে এ সাপের দেখা মিলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় হঠ্যৎ বিশাল একটি মা রাসেল'স ভাইপার সাপ তারা দেখতে পায়। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সেখানে আরও সাপ আছে কি না তা খুঁজতে থাকেন কৃষকরা। এক পর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরও ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপ গুলোকে দেখতে ছুটে আসে। এ ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।

বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার চরে আগেও রাসেল'স ভাইপার সাপের দেখা মিলেছে। গত কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবার চড়ে এই রাসেল'স ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা সাপ দেখতে তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে। বর্তমানে এ সাপ সারাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। কামড়ে অনেকের মৃত্যুও হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হিসেবে চলাচল করতে হবে।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামিম বলেন, চারটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি। এতে আতঙ্কিত না হয়ে চরের কৃষকসহ সকলকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]