৬ টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়লেন শাকিরি


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-06-2024

৬ টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়লেন শাকিরি

সুইজারল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয় জেরদান শাকিরিকে। এক সময় জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মতো ক্লাবে খেলতেন তিনি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। কিন্তু খেলার ধার এতটুকু কমেনি এই সুইস তারকার।

শাকিরির করা একমাত্র গোলেই স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোর শেষ ষোলোতে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে সুইসরা। এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে এটি ছিল জাতীয় দলের হয়ে শাকিরির ৩২তম গোল। প্রথম এমএলএস ফুটবলার হিসেবে ইউরোতে গোল করার অনন্য নজির স্থাপন করেন তিনি।

এর থেকেও বড় কীর্তি গড়েছেন শাকিরি। এমএলএসে শিকাগো ফায়ারের হয়ে খেলা এই ফুটবলার তিনটি ইউরোতে এবং তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান।

২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে গোল করেন শাকিরি। তাছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপেও গোল করেছেন শাকিরি। একমাত্র ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়ে বেশ উচ্ছসিত সুইস তারকা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]