রাজশাহীর পুঠিয়ায় যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল ওয়াদুদকে (৩৮), গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০।
গ্রেফতার আসামী মোঃ আঃ ওয়াদুদ ওরফে জোবায়ের, সিরাজগঞ্জ জেলার সদর থানার বাঐতারা পশ্চিম পাড়া এলাকার মোঃ ফরিদ শেখের ছেলে। সে অপহরণ ও মুক্তিপণ আদায় মামলার যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত আসামী।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জোবায়েরকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে আসামীর গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়।
বুধবার সকালে পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি গ্রামে অভিযান চালিয়ে তার ২য় স্ত্রীর বসতবাড়ী থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গ্রেপ্তার আসামী সিরাজগঞ্জ সদর থানাধীন নিজ এলাকায় একটি ১০ বছরের ছোট বাচ্চাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে। পরে ওই বাচ্চার পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে, বিজ্ঞ আদালতে বিচার শেষে তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
বৃহস্পতিবার গ্রেফতার আসামীকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।