লক্ষ্মীপুরের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 13-06-2024

লক্ষ্মীপুরের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

লক্ষীপুর সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খলিল প্রকাশ ইব্রাহিম খলিল’কে দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট শিল্প এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, জানতে পারে, লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার মামলা নং-০৩, তাং- ০২ এপ্রিল ২০০৮, জিআর ২৮৫/০৮, ধারাঃ ৩০২/৩৪ পেনাল  কোড ১৮৬০ মামলার এজারনামীয় প্রধান আসামি খলিল প্রকাশ  ইব্রাহিম খলিল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বরিশাল বাজার শিল্প এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১১ জুন) আড়াইটায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ খলিল প্রকাশ  ইব্রাহিম খলিল (৩৮), পিতা-মোখলেছুর রহমান, সাং-দৌলতপুর, থানা-সুধারাম,  জেলা- নোয়াখালীকে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকারোক্তি প্রদান করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে গত এপ্রিল ২০০৮ সালে ব্যক্তিগত বিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নিহত ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর হতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১৬ বছর আত্মগোপন করে ছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে  করা হয়েছে।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]