কূটনৈতিক সম্পর্ক উদযাপনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছালেন পররাষ্ট্রমন্ত্রী


বাংলা প্রেস, নিউ ইয়র্ক: , আপডেট করা হয়েছে : 04-04-2022

কূটনৈতিক সম্পর্ক উদযাপনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

রোববার (৩ এপ্রিল মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসি'র ডুলেস বিমানবন্দরে এসে পৌঁছালে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সফরসঙ্গী হয়ে ডুলেস বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ও নাহিম রাজ্জাক এমপি। তাদেরকে স্বাগত জানাতে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বিমানবন্দরে উপস্থিত হন। এ সময় উপস্হিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি শাহরিয়ার আলমগীর, এম নবী বাকী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সা. সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন আজিম, ছাত্রলীগের সুলতান আহমেদ সিয়াম, খালিদ বিন আইয়ূব, আব্দুল কাউয়ূম রাফি ও মোঃ আসিফ আহমেদ।

সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন ড. মোমেন।

যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]