আর্জেন্টিনার কোপা দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ৩ ফুটবলার


ক্রিড়া ডেস্ক : , আপডেট করা হয়েছে : 09-06-2024

আর্জেন্টিনার কোপা দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ৩ ফুটবলার

কোপা আমেরিকার আগে পূর্বনির্ধারিত দুই প্রস্তুতি ম্যাচের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার ৩ ফুটবলারের ভাগ্য। ওই দুই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা নিশ্চিত হবে ৩ জনের আর বাদ পড়বেন ৩ জন।

কোপা আমেরিকার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করেছে বেশিরভাগ দল। এক্ষেত্রে ব্যতিক্রম আর্জেন্টিনা। মূল দলের বদলে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আলবিসেলেস্তিরা। ইকুয়েডর এবং গুয়েতেমালার বিপক্ষে আসন্ন দুই প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করার কথা রয়েছে দলটির। 

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কোপা আমেরিকা দলের জন্য ২৩ জন সদস্য ঠিক করে ফেলেছেন লিওনেল স্কালোনি। ২৯ সদস্যের দলে থাকা বাকি ৬ জন থেকে নেবেন আরও ৩ জন। সেই ৩ জন বাছাই করা হবে আগামী দুই ম্যাচে।

ধারণা করা হচ্ছে, ইকুয়েডর ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে চূড়ান্ত দল। এক্ষেত্রে প্রতিযোগিতা দেখা যেতে পারে দলের খেলোয়াড়দের মধ্যেই। প্রতিযোগিতাটা হবে মূলত সেন্টার ব্যাক, সেন্টার ব্যাক এবং আক্রমণভাগে।  

সেন্টার ব্যাক পজিশনে দলে থাকা মোটামুটি নিশ্চিত নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জার্মান পেজ্জেয়ার। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন ফিওরেন্টিনার লিওনার্দো বালের্দি ও মার্সেইয়ের লুকাস মার্টিনেজ কুয়ার্তা। কুয়ার্তা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচ খেলেছেন, ২৫ বছর বয়সী বালের্দি খেলেছেন ২ ম্যাচ। সবশেষ মৌসুমে দুজনই নিজ নিজ ক্লাবের হয়ে ছিলেন একাদশের নিয়মিত মুখ। কুয়ার্তা অবশ্য রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখেও সক্রিয়, ৪২ ম্যাচে তিনি ৮ গোল করেন।

 ডিফেন্সের আরেক পজিশন লেফট-ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর খেলা বেশ নিশ্চিত। তার সঙ্গী হতে পারেন মার্কাস আকুনা ও ভ্যালেন্তিন বার্কোর একজন। আকুনার দলে থাকার নিশ্চয়তাও থাকত, যদি না তিনি ইনজুরিতে পড়তেন। ঊরুতে অস্বস্তির কারণে পুরোপুরি ফিট থাকা ছাড়াই সেভিয়ার হয়ে খেলে গেছেন তিনি। আর ১৯ বছর বার্কোও খুব বেশি (৭ ম্যাচ) খেলার সুযোগ পাননি ব্রাইটনে। তাই এক্ষেত্রে ৩২ বছর বয়সী আকুনা হয়তো কিছুটা এগিয়ে থাকবেন।

আক্রমণভাগে প্রতিযোগিতা রয়েছে দুজনের। প্রাথমিক দলে থাকলেও, চূড়ান্ত তালিকায় থাকতে প্রতিযোগিতা করতে হচ্ছে ভ্যালেন্তিন কারবোনি ও আনহেল কোরেয়াকে। সবশেষ মৌসুমে মোনজার হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার কারবোনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেন ২৯ বছর বয়সী উইঙ্গার কোরেরা। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]