আর এক রান কম হলেই রেকর্ডটি হয়ে যেত উগান্ডার একার৷ তবে এখন তারা সেটি ভাগাভাগি করবে নেদারল্যান্ডসের সঙ্গে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড করেছে উগান্ডা৷
বিশাল জয়ে সুপার এইটের রাস্তা সহজ করে তুলল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের দুটিই জিতেছে স্বাগতিকরা। অপরদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা কাগজে-কলমে টিকে থাকলেও অবধারিতভাবেই বাদ পড়তে যাচ্ছে গ্রুপ পর্ব থেকে৷
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানে অলআউট হয় উগান্ডা। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সমান রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে জাদু দেখিয়েছেন আকিল হোসেন।
এই বাঁহাতি স্পিনার মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আলজারি জোসেফ শিকার করেছেন দুটি উইকেট। একটি করে উইকেট গেছে রাসেল, শেপার্ড ও মোটির পকেটে৷
এর আগে টস জিতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার জনসন চার্লস। শেষদিকে ঝড়ো ৩০ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।