দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
বন্দর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছিনতাই হওয়া আসামির নাম মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেল। মোজাম্মেল যুবলীগ নেতা ও নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী।
শাকিলা সোলতানা জানান, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাস্থলটি আনোয়ারা থানার অধীন। বর্তমানে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যুবলীগের নেতা মোজাম্মেল হককে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মোজাম্মেলের সমর্থকরা একত্রিত হয়ে পুলিশের গাড়িতে হামলা করে হাতকড়াসহ মোজাম্মেলকে ছিনিয়ে নিয়ে যায়।
আনোয়ারা সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসপি) সোহানুর রহমান সোহাগ বলেন, ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।