রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। এদিন র্যালিটি তানোর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর ভূমি অফিসে গিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, গত ৮ জুন শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (চলতি দাযিত্ব) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলঘরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) এটিএম কাওসার আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দুকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, বাঁধাইড় ইউপি চেযারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু। আরো উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলী, নাজির ফিরোজ কবির, অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর আরিফুর রহমান শিশির, ইউনিয়ন ভূমি উপ-,সহকারী কর্মকর্তা রাবিউল ইসলাম, ইমান আলী, কাওসার আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর এ সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে ই-সেবা গ্রহন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ দিতে হলে সবাইকে স্মার্ট হতে হবে। তিনি আরও বলেন, তবেই একটা সময় ভূমি অফিস হবে দুর্নামমুক্ত।
অন্যদিকে একইদিন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (এসওডি) সদস্যদের নিয়ে জরুরি 'সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এটিএম কাওসার আলীর সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যুগ্ন-সচিব আব্দুল্লাহ আল-মামুন। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও পরিত্রাণের উপায় তুলে ধরে আলোচনা করা হয়।