নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা-সহ মাদক চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ জুন) দিনগত পৌনে ১টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা সাড়ে ৪৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ নুর নবী(৩৮), সে নওগাঁ জেলা পত্নীতলা থানার মোঃ নবির উদ্দিনের ছেলে, রজনী কান্ত (৩২), সে একই থানার চাঁপড়া এলাকার রামপদের ছেলে ও মোঃ নবী (৩০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার মোঃ ইসাহাকের ছেলে।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান-সহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নীত স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনক ৩জন ব্যক্তিকে ২টি বস্তা ভর্তি গাঁজা-সহ আটক করা হয়। এ সময় উপস্থিত জনতার সম্মুখে বস্তা তল্লাশী করে ৪৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁ-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।