ইন্টারনেটের সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-06-2024

ইন্টারনেটের সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা

আমাজনের ঘন জঙ্গলে, মারুবো উপজাতি ইন্টারনেটের সংযোগ পেয়েছে। ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট এই সংযোগ প্রদান করেছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলে পরিষেবাটি চালু হয়। তবে এই ইন্টারনেট সংযোগ উপজাতিদের কাছে আর্শীবাদ না অভিশাপ হয়ে এসেছে, তা নিয়েই ধন্দে পড়েছেন তারা।

৭৩ বছর বয়সী টসাইনামা মারুবো নিউইয়র্ক টাইমসকে বলেন, 'যখন এটি এল, সবাই খুশি হয়েছিল।' ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাট ও জরুরি সাহায্য পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, 'কিন্তু এখন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে।'

তরুণরা ইন্টারনেটের কারণে অলস হয়ে পড়ছে। তারা শ্বেতাঙ্গদের আদব-কায়দা এবং তাদের জীবন ধারণের পথ শেখার চেষ্টা করছে। তবে টসাইনামার আবেদন, 'কিন্তু দয়া করে আমাদের ইন্টারনেট কেড়ে নেবেন না।'

উপজাতির কাছে এখন প্রধান দ্বন্দ্ব - ইন্টারনেটের ব্যবহার এবং এর প্রভাব। তরুণরা এখন তাদের ফোনে আসক্ত। তারা বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, স্ক্রিনে আটকে আছে এবং পর্নোগ্রাফি ও ভুল তথ্য দেখছে।

মারুবো গ্রামের সংঘের নেতা আলফ্রেডো মারুবো ইন্টারনেটের সংযোগ চালুর সমালোচনা করেছেন। তিনি পর্নোগ্রাফি নিয়ে উদ্বিগ্ন। যুবকরা গ্রুপ চ্যাটে স্পষ্ট ভিডিও শেয়ার করছে। তিনি বলেন, 'আমরা উদ্বিগ্ন, যুবকরা যে ভাবে ইন্টারনেটের ব্যবহার করছে, তা দেখে।'

কিছু নেতা ইতিমধ্যেই যুবকদের মধ্যে আক্রমণাত্মক যৌন আচরণ লক্ষ্য করেছেন। কিছু পিতা-মাতা খুশি যে তাদের সন্তানরা শিক্ষা পাচ্ছে, তবে তাদের উদ্বেগ ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলি নিয়ে।

অ্যান্টেনাগুলি আমেরিকান উদ্যোক্তা এলিসন রেনিও প্রদান করেছেন। ইন্টারনেট জরুরি সময়ে দ্রুত যোগাযোগে সাহায্য করছে। এটি সম্ভাব্য মারাত্মক সাপের কামড়ের ক্ষেত্রে রোগীর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ হয়েছে।

উপজাতির এক সদস্য বলেন, 'ইন্টারনেট ইতিমধ্যে জীবন বাঁচিয়েছে।' আরেক সদস্য বলেন, 'ইন্টারনেট আমাদের জনগণকে নতুন স্বাধীনতা দিতে পারে। আমরা নিজেদেরকে জানাতে এবং নিজেদের গল্প বলতে পারি।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]