রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেয়া হচ্ছে ১৩ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের জন্য সার্ভারে হিট হয়েছে ১ কোটি ৯০ লাখ বার। শুরুতেই শেষ হয়ে যায় ১৬ হাজার টিকিট। হতাশ হয়েছেন বহু টিকিটপ্রত্যাশী।
সোমবার (৩ জুন) সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। সরেজমিনে দেখা গেছে, কমলাপুরে কাউন্টারের সামনে ফাঁকা। তবে ভার্চুয়াল টিকিট যুদ্ধ ছিল তীব্র।
এদিন ১৩ জুনের টিকিট বিক্রির শুরুতেই কাঙ্ক্ষিত আসন পেতে হামলে পড়েন যাত্রীরা। পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের জন্য সার্ভারে হিট হয় ১ কোটি ৯০ লাখ বার।
বরাবরের মতো এদিনও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন টিকিটপ্রত্যাশীরা। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি, তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে। জানান হতাশার কথা।
কামরুল হোসেন নামে এক টিকিটপ্রত্যশী বলেন, সকাল ৮টা থেকেই অনেকক্ষণ ধরে টিকিট কাটতে চেষ্টা করেছি। টিকিট দেখায় কিন্তু ক্লিক করলে জিরো দেখায়। বলা হচ্ছে, সার্ভারের সমস্যা। কিন্তু অনেকেই তো টিকিট পাচ্ছেন। কি হচ্ছে, বুজতে পারছি না।
আশরাফুল ইসলাম নামে একজন বলেন, ‘টিকিট কাটতে সকাল থেকেই প্রস্তুত ছিলাম। ৮টা বাজার সঙ্গে সঙ্গেই চেষ্টা শুরু করি। কিন্তু টিকিট কাটা সম্ভব হয়নি। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।’
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, চাহিদার তুলনায় টিকিট কম থাকায় অধিকাংশই টিকিট পাননি।
তিনি বলেন, ব্যাপক চাহিদা থাকায় ১৩ তারিখের টিকিট নিমেষেই বিক্রি হয়ে যায়। রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাননি অনেকেই।
দুই অঞ্চল মিলে ৪৩টি আন্তঃনগর ট্রেনের সাড়ে ৩২ হাজার টিকিট বিক্রি হচ্ছে সোমবার।
আগামী বৃহস্পতিবার (৬ জুন) শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে ১২ জুন থেকে।