প্রশিক্ষণ কক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা


শিক্ষা ডেস্ক : , আপডেট করা হয়েছে : 02-06-2024

প্রশিক্ষণ কক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা

মেহেরপুরের গাংনী উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) প্রশিক্ষণ চলাকালীন সময় মারা গেলেন শিক্ষিকা মূর্শিদা খাতুন মৌসুমী (৪২)। রোববার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে।

মূর্শিদা খাতুন মৌসুমী গাংনী উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।

একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪ এর আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। আজ ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। ঘটনার সময় শিক্ষিকা মৌসুমীর পাঠ প্রদর্শন চলছিল। পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সীমা বিশ্বাস জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই শিক্ষিকা মূর্শিদা খাতুন মৌসুমী মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]