বিভিন্ন জায়গার তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙেছে বিহারে। এই তীব্র গরমে মাত্র ২ঘণ্টার মধ্যে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বিহারের ওরঙ্গাবাদের জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে ।
বুধবার বিহারের সবথেকে বেশি গরম ছিল ওরঙ্গাবাদে। তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি। বৃহস্পতিবারই তা আবার বেড়ে হয় ৪৪ ডিগ্রি, যা ওই এলাকার জন্য নতুন রেকর্ড। সেই গরম সহ্য করতে না পেরেই জেলা হাসপাতালের ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। প্রত্যেকেরই অতিরিক্ত গরমের জেরে হিটস্ট্রোক হয়। হাসপাতাল সূত্রে খবর, কমপক্ষে ৩৫ জন গরম জনিত অসুস্থতার কারণে বর্তমানে ভর্তি হয়েছেন।
তীব্র গরমের মধ্যে লাগাতার তাপপ্রবাহ চলছে বিহারে। সেই কারণে বুধবারই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই সঙ্গে সমস্ত কোচিং সেন্টারগুলিকেও ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিহারের ঘটনার আগে দিল্লিতে এই ভীষণ গরমের জেরে মৃত্যু হয় এক ব্যক্তির। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যুর আগে ওই ব্যক্তির ১০৭ ডিগ্রি জ্বর ছিল! কর্মসূত্রে রাজধানী ছিলেন তিনি, আদতে তাঁর বাড়ি বিহারের দাঁড়ভাঙ্গা জেলায়। বিগত কয়েকদিন ধরে ওই ব্যক্তি ফ্যান বা কুলার ছাড়াই ছিলেন।
বুধবার একটি তথ্য প্রকাশ্যে এসেছে যে, দিল্লিতে গরমের সর্বকালের রেকর্ড হয়েছে। রাজধানীর মুঙ্গেশপুর এলাকায় দুপুরে নাকি তাপমাত্রা ছিল ৫২.৩ ডিগ্রি! তবে আদৌ এটা সত্যি কিনা তা যাচাই করছে আইএমডি।